
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ক্ষমতায় ফিরে ট্রাম্প যে একের পর এক বড় সিদ্ধান্ত নিতে চলেছেন, আভাস পাওয়া গিয়েছিল আগেই। একধাক্কায় পূর্বতন সরকারের একগুচ্ছ নিয়মে বদল, এইচ-১বি ভিসা নিয়ে বড় সিদ্ধান্তের পাশাপাশি এবার ডোনাল্ড ট্রাম্প একহাত নিলেন রাশিয়াকে।
বুধবার সন্ধেয় ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট লিখেছেন সেকথা। কী লিখলেন মার্কিন মুলুকের প্রেসিডেন্ট? শুরুর দিকে বেশ নমনীয় সুরে জানিয়েছেন, ‘আমি রাশিয়াকে আঘাত করতে চাই না। আমি রাশিয়ান জনগণকে ভালবাসি, এবং সবসময়ই রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে আমার খুব ভাল সম্পর্ক ছিল।‘ দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে রাশিয়ার হাত বাড়ানো, জিততে সাহায্য করার কথাও যে মার্কিন মুলুক কখনও ভুলবে না, সেকথাও মনে করিয়েছেন।
তারপরেই পুতিনকে বড় হুমকি দিয়েছেন ট্রাম্প। একসময়ের ভাল বন্ধুত্বের কথা যেমন উল্লেখ করেছেন, তেমনই বুঝিয়েছেন, যে ইউক্রেন যুদ্ধ রাশিয়া চালাচ্ছে দীর্ঘকাল ধরে, যে যুদ্ধ প্রাণ কাড়ছে হাজার হাজার মানুষের, তা বন্ধ হওয়া দরকার এখনই। যুদ্ধ রোখার কড়া বার্তা দিয়েছেন স্পষ্ট ভাষায়।
‘পরিস্থিতি দিনে দিনে খারাপ হচ্ছে’, মনে করিয়ে ট্রাম্প সোজাসুজি ‘ডিল’এর কথা বলেছেন। কী সেই ‘ডিল”, যা সোশ্যাল মিডিয়ায়, জনসমক্ষে ট্রাম্প পুতিনকে বলছেন? ট্রাম্প পুতিনের উদ্দেশে সোজাসুজি জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ থামান পুতিন, অন্যথায় ট্রাম্প আমেরিকা এবং অন্যান্য দেশগুলিতে রাশিয়া থেকে আগত যে কোনও ধরনের দ্রব্যের উপর হয় অত্যাধিক শুল্ক আরোপ করবেন, কিংবা নিষেধাজ্ঞা জারি করবেন। স্বাভাবিক ভাবেই তা কার্যকরী হলে, রাশিয়ার অর্থনীতিতে বড় ধাক্কা আসবে।
রীতিমতো হুমকির সুরেই ট্রাম্প মনে করিয়ে দিয়েছেন, পুতিন বরং এবার এই 'যুদ্ধের' দিকে মন দিন। দু' টি পথের মধ্যে বেছে নিন একটিকে। সঙ্গেই মনে করিয়ে দিয়েছেন, বরাবর যদিও সহজ পথ বেছে নেওয়াই শ্রেয়। এই যুদ্ধ এবং যুদ্ধের কারণে আর একটি প্রাণের বলিও যে তিনি মেনে নেবেন না, ক্ষমতায় ফিরেই সেকথা কড়া ভাষায় রাশিয়াকে বুঝিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প।
দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ৩ জুন, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু
পাহালগাঁও হামলার পর লস্কর প্রধান হাফিজ সইদের নিরাপত্তা চারগুণ বৃদ্ধি, কড়া নজরদারি লাহোরে
সপ্তাহে ১১০ ঘণ্টা করে হাসপাতালে ভর্তি, তাতেও তিরস্কার? কাজ হারালেন কর্মী
‘বন্ধু’ ব্যাকটেরিয়ার কাছে হারবে মারণ ভাইরাস, গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
প্লাস্টিক দূষণে কাঁপছে পৃথিবী, কী করবে রাশিয়ার এই জাহাজ
‘ম্যারেজ গাউন’ পরেই ভ্যাপসা গরমে দৌড়লেন ম্যারাথনে, যুবতীর কাহিনি জল আনবে চোখে
‘সম্ভাবনা বাড়ছে’, ভারত-পাক যুদ্ধ? বড় আশঙ্কা পাক প্রতিরক্ষামন্ত্রীর গলায়
আক্রমণ করতে পারে ভারত, ভয়ে পাক অধিকৃত কাশ্মীরে বিমান চলাচল বাতিল করল পিআইএ!
ভারতের ‘পাল্টা আঘাতের’ আশঙ্কায় কাঁপল পাকিস্তান! কয়েক ঘন্টায় ধস ৩,০০০ পয়েন্ট, ভেঙে পড়ল স্টক মার্কেট
পাঁচ মাস পর জামিন পেলেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, জেল মুক্তি নিয়ে রইল ধোঁয়াশা